ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

না.গঞ্জে ৪১০০ মসজিদে হবে ঈদ জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
না.গঞ্জে ৪১০০ মসজিদে হবে ঈদ জামাত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৪ হাজার ১০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, জেলায় প্রায় ৪ হাজার ১০০ মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে এবার স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বড় বড় মসজিদগুলোতে হবে একাধিক ঈদ জামাত। এসব ঈদ জামাতে অংশ নিতে রাখা হচ্ছে না সামাজিক দূরত্ব। তবে সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ইসলামিক ফাউন্ডেশন আশা করছে প্রায় ৫ হাজার ঈদ জামাত জেলায় অনুষ্ঠিত হবে।

এবার জেলার প্রায় ২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যদিও জেলার সব ঈদগাহের হিসাব ইসলামিক ফাউন্ডেশনে না থাকায় তারা তা দিতে পারেনি কেউ। তবে আনুমানিক অন্তত ২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহিউদ্দিন জানান, কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত ও পরে সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলাজুড়ে সব মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা অনুরোধ করবো যেন সবাই এসব ঈদ জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।