ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শায়েস্তাগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
শায়েস্তাগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকান

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, অভিযানকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সাফওয়ান ফার্মেসিকে ৩ হাজার টাকা, তানভীর পোশাক বিতানকে ১ হাজার ৫শ’ টাকা এবং নুরুজ মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সাফওয়ান ফার্মেসিকে, বিদেশি প্রসাধনীর গায়ে মনগড়াভাবে দাম লেখায় তানভীর পোশাক বিতানকে এবং নুরুজ মিয়ার মাংসের দোকানে সব বাটখারা ওজনে কম থাকায় এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।