ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে মডেল মৌয়ের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
হাইকোর্টে মডেল মৌয়ের জামিন

ঢাকা: মাদক মামলায় গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ সেপ্টম্বর) তাকে জামিন দেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ১ আগস্ট রাতে মৌ-এর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই সময় মৌয়ের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় এ মডেলকে।

নিম্ন আদালতে তার জামিন আবেদন খারিজের উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেন।

** মডেল মৌ ফের দুইদিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।