ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আজিজে ২১-এর প্রস্তুতি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আজিজে ২১-এর প্রস্তুতি

তরুণদের আড্ডা আর সাধ্যের মধ্যে ফ্যাশনেবল পোশাকের জন্য আজিজ সুপার মার্কেট সবার কাছেই প্রিয় জায়গা। যে কোনো দিবস বা উৎসব সামনে রেখে তাই সবাই অন্তত একবার আজিজ ঘুরে আসেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলো সেজেছে সাদা কালো বর্ণমালা আর শহীদ মিনারে তৈরি পোশাকের বিশাল সম্ভারে।

ব্যাঙ
পোশাকে আজ উঠে এসেছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, বর্ণমালা,  মানচিত্র, পতাকাসহ সমগ্র বাংলাদেশের প্রতিচিত্র, দেশ প্রেম ।

তারুণের পছন্দের ব্র্যান্ড ব্যাঙ ভাষা দিবসের কথা মাথায় রেখে কালো রঙ’র বেশক’টি ডিজাইনের দৃষ্টিনন্দন শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া এনেছে।

এছাড়াও সারা বছর পরার জন্য ‍ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, প্যান্টসহ সব ধরনের পোশাক। ০১৯৭৭ ১১২ ২৬৪।

অপাস       
এবারের ভাষা দিবসে অপাস ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট কালার কম্বিনেশন। ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সূতি কাপড়।

ছেলেদের জন্য এনেছে টি-শার্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে অপাস শো রুমে। ০১৯১৪ ৬১ ৪০ ১৬।

বিহঙ্গ
ফ্যাশন হাউস বিহঙ্গ ভাষা দিবসকে সামনে রেখে নিয়ে এসেছে নতুন নতুন টি-শার্ট, পাঞ্জাবি। বিহঙ্গ তৈরি ভিন্নধারার নকশায় ছেলেদের জন্য রয়েছে  বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পাঞ্জাবি আর মেয়েদের জন্য পাচ্ছেন ফতুয়া ও শাড়ি। ০১৭১২ ৬৭৮ ৯৩৪।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।