ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় জন্মাষ্টমী উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
লা মেরিডিয়ান ঢাকায় জন্মাষ্টমী উৎসব

প্রথমবারের মতো লা মেরিডিয়ান ঢাকায় উদযাপিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জন্মষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের জন্মৎসব পালনে নিরামিষ আর মিষ্টান্ন খাবারের বিশেষ আয়োজন থাকছে হোটেলটিতে।

 

২৫ এবং ২৬ আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে থাকবে এই বিশেষ আয়োজন। ভারতীয় শেফ শমসের এর তত্বাবধানে এই বিশেষ আয়োজনে ভিন্নধর্মী নিরামিষ, ঐতিহ্যবাহী মিষ্টান্নর পাশাপাশি থাকছে চাট কর্নার।  

জিভে জল আনা লোভনীয় চাট কর্নারে থাকবে রকমারি চাট।  

অতিথিরা জনপ্রতি ৩৬০০ ++ টাকায় বুফে ডিনার উপভোগ করতে পারবেন। পার্টনার ব্যাংক এবং টেলিকমিউনিকেশন গ্রাহকরা অবশ্য ‘একটি কিনে একটি ফ্রি’অফার উপভোগ করতে পারবেন।  

২৫ আগস্ট বৃস্পতিবার জন্মাষ্টমীর ছুটি থাকায় তিনদিনের ছুটি উদযাপনেও অফার নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা।  
১১৯০০ টাকায় দুজনপূর্ণবয়স্ক দুটি বাচ্চাসহ এই বিশ্বমানের হোটেলে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন। এই প্যাকেজে রয়েছে সকালের নাস্তা, সুইমিংপুল, জিম, দুইজনের জন্য ৩০ মিনিটের থাই ম্যাসাজ এবং ওয়েলকাম ড্রিংক। এছাড়াও হোটেলে অবস্থানকালীন সময়ে সব খাবারে থাকবে ২০শতাংশ ছাড়।  

যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।