ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ট্রাস্ট মার্টে উইন্টার ফেস্টিভাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ট্রাস্ট মার্টে উইন্টার ফেস্টিভাল ছবি: সংগৃহীত

এই শীতে জনপ্রিয় লাইফস্টাইল স্টোর ট্রাস্ট মার্ট সেজেছে ট্রেন্ডি সাজে।

এই শীতে জনপ্রিয় লাইফস্টাইল স্টোর ট্রাস্ট মার্ট সেজেছে ট্রেন্ডি সাজে।

উৎসবের ঋতু শীতে ট্রাস্ট মার্টে চলছে উইন্টার ফেস্টিভাল।

এই সময়ের আরামদায়ক পোশাক হিসেবে ট্রাস্ট মার্ট নিয়ে এসেছে লেদার জ্যাকেট, ওয়েস্টার্ন সোয়েটার, লেডিস জ্যাকেট, ব্লেজার, স্যুট। এছাড়া জুতাসহ ছেলে ও মেয়েদের শীতের সব ধরনের পোশাক রয়েছে এখানে।

ট্রাস্ট মার্টের জমকালো পোশাকের মধ্যে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিনের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন এক্সেসরিজ রয়েছে।

মেয়েদের ফ্যাশনেবল অনুষঙ্গেরও কমতি নেই। কুর্তি, জিন্স, টপস, সালোয়ার কামিজ, প্লাজো, ওড়না, ফতুয়া, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে ব্যাগ এক্সেসরিজ সব রয়েছে।

বিশেষ আয়োজনে রয়েছে শেরোয়ানি, পাঞ্জাবি, পাগড়ি, নাগরা, গাউন, লেহেঙ্গাসহ এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন।

যোগাযোগ: ট্রাস্ট মার্ট, লেভেল-জিএফ, দোকান নম্বর-১৮, ১৯, ২০ [গ্রাউন্ড ফ্লোর], যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা-১২২৯। মোবাইল: ০১৭১২ ০৪৭৭৩০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।