ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতে কানের সংক্রমণে করণীয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শীতে কানের সংক্রমণে করণীয় ছবি-সংগৃহীত

শীতের দিনে ঠাণ্ডা এবং বাতাসের ফলে কানের সংক্রমণ অনেক গুণে বেড়ে যায়। অতিরিক্ত ঠাণ্ডা শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে এবং এ সময়ের বাতাসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আদ্র আবহাওয়ার কারণে কানে সংক্রমণ ছাড়াও শিশুদের শ্বাসকষ্টে সমস্যা হতে পারে। ছত্রাকের আক্রমণে বয়ষ্কদের কান ফুলে যাওয়া, কানে ব্যথা হওয়া এমনকি সাময়িক সময়ের জন্য শ্রবণ ক্ষমতাও কমে যেতে পারে।

দেখে নেওয়া যাক শীতে কানে সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কিছু করণীয়-

-কান সবসময় শুকনো রাখুন।

-টুপি অথবা মাফলার পরে কান ঢেকে রাখুন।

-ধূমপান বন্ধ রাখুন। ধূমপানের ফলে কানের টিউবে প্রদাহ হতে পারে।

-স্বাস্থ্যকর খাবার খান। ব্যায়াম করুন।

-কানের সংক্রমণ থাকলে দিনে দু’বার গোসল করুন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮

এমএসএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।