ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাংলার মেলার ঈদ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বাংলার মেলার ঈদ আয়োজন বাংলার মেলার ঈদ আয়োজন

ঈদকে ঘিরে জনপ্রিয় ফ্যাশন হাউস বাংলার মেলা সবার  জন্য তৈরি করেছে নানা ডিজাইনের পোশাক। 

এই সময়টা গরম থাকায় ফেব্রিক ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার কটনের ব্যবহার থাকছে বেশি, পোশাক যেন আরামদায়ক হয় সে দিকটি লক্ষ্য রাখা হয়েছে।

 বাংলার মেলার ঈদ আয়োজন

ছেলেদের জন্য জয়শ্রি সিল্ক, এন্ডি কটন, খাদি তাঁত কাপড়ে লং, মিডিয়াম ও শর্ট লেংথে পাওয়া যাবে নতুন সব ট্রেন্ডি পাঞ্জাবি।  

ফতুয়া/শার্ট এবার হাফ শার্ট-এ রাখা হয়েছে অনেক ভেরিয়েশন। শাড়ি বাংলার মেলার অন্যতম আকর্ষণ, সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডিকটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি থাকছে এবারের কালেকশনে।  

সালোয়ার-কামিজ করা হয়েছে আধুনিক ডিজাইন ও উজ্জ্বল রঙে। কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের মেটেরিয়ালের ব্যবহার।  

ঈদের আনন্দ সবচেয়ে বেশি থাকে শিশুদের। তাই শিশুদের জন্য এবার বাংলার মেলা সাজিয়েছে ঈদের পোশাকের ভিন্ন আয়োজন।  

সবগুলো দেশীদশ, মিরপুর, উত্তরা, সারাদেশে বাংলার মেলার ১১টি শাখা রয়েছে।  


বাংলাদেশ সময়: ২২১৫ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।