নখ
সৌন্দয্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাতের নখ, যেটি আমরা অনেক সময় লক্ষ্য রাখিনা। অবশ্যই পেডিকিউর, মেনিকিউর করে নখের শেপ সুন্দর করে ফাইল করে হালকা রঙের নেইলপলিশ দিয়ে যাবেন।
চুল
নতুন চেহারায় নিজেকে দেখতে চান? দেরি না করে পার্লারে চলে যান। হেয়ার কাট দিন, সঙ্গে পছন্দের রং করে নিন।
ত্বক
ত্বক যদি শুষ্ক থাকে, সাজটা ভাল বসবেনা, ত্বকের উজ্জ্বলতার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন। ক্লিনজার থেকে সব প্রসাধনী কেনার আগে ত্বকে মানিয়ে যায়, এমন পণ্য কিনুন। ত্বক পরিষ্কার রাখুন, নিয়মিত ফেসিয়াল করুন। দাগহীন, কোমল-মসৃণ ত্বক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুনে।
এবার কিছুটা সময় যত্ন নিয়ে আগে নিজের বেস্ট লুকটা পান। এরপর প্রথম দেখায়ই নতুন মানুষটিকে আপনার প্রতি মুগ্ধ হওয়ার সুযোগ করে দিন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআইএস