ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যত্নেই দ্যুতি ছড়ায় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
যত্নেই দ্যুতি ছড়ায়  গহনায় নারী

নারীর কাছে গহনার বাক্স যে কত প্রিয় এটা তো সবাই জানি। প্রিয় এই গহনাগুলোর যত্নও নিতে হয়, যত্ন করে। তবেই সুন্দর থাকবে পছন্দের গহনা, আর গহনার দ্যুতি ছড়িয়ে আপনার সৌন্দয্য বাড়িয়ে দেবে।  

যেভাবে যত্ন নেবেন: 

•    ঘরে স্বর্ণের গহনা ডিটারজেন্ট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তা তুলে টুথব্রাশে পেস্ট নিয়ে পরিষ্কার করে ফেলুন। দেখবেন সখের গহনা তার আগের রূপে ফিরে এসেছে।

•    গহনায় ওপরে সরাসরি পারফিউম স্প্রে করবেন না

•    কুন্দন বা হীরের গহনা নরম তুলা লাগানো প্লাস্টিকের বাক্সে রাখবেন, যাতে তা ভাঙার কোনো সম্ভাবনা না থাকে

•    মুক্ত সবসময় মলমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্ত না পরাই ভালো  কারণ ঘাম লাগলে মুক্তের দ্যুতি নষ্ট হয়ে যায়।


•    অন্য সব গহনা বাড়িতে যত্ন নিতে পারেন। তবে হীরার গহনা পরিষ্কার নিজে ঘরে বসে না করাই ভালো। হীরার গহনার বেলায় জুয়েলারির দোকানে গিয়ে পরিষ্কার কারানো  উচি‍ৎ।

•    পাথরের গহনার কোনো পাথর পড়ে গেলে গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন। বেশি করে দিয়ে ট্যালকম পাউডার কিছুক্ষণ রেখে টুথব্রাশ দিয়ে তুলে ফেললে পাথরের গহনা ফিরে পাবে তার নতুন চেহারা।  

•    মেটালের সব গহনা হালকা গরম পানিতে খাবার সোডা দিয়ে এক দুই মিনিট ভিজিয়ে রেখে নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।

ছবি: ওমেন্স ওয়ার্ল্ড

বাংলাদেশ সময় : ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।