ভিক্সের কিছু ব্যবহার:
• যাদের ত্বকে ব্রণের সমস্যা রযেছে, ব্রণ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করা শেষ। এবার মাত্র কয়েকদিন সময় দিন ভিক্সকে।
• মাথা ব্যথার সব সময়ের সহজ সমাধান ভিক্স। মাথাব্যথা হলে মাথার দুই পাশে ভালো করে ভিক্স লাগান, দেখবেন ব্যথা কমে গেছে।
• পোকা কামড় দিলে ক্ষত স্থানে ভিক্স লাগান উপকার পাবেন।
• পা বা পেটের স্ট্রেচ মার্ক একটি বিরক্তিকর সম্যসা, এর থেকে বাঁচতে ভিক্স লাগান।
• ঠাণ্ডা-কাশি থেকেও মুক্তি পেতে কার্যকর ভিক্স।
• ওহ পেটের মেদ কমিয়ে, ফিট ফিগারের জন্যও ব্যবহার করতে পারেন ভিক্স।
ভিক্স লাগানোর সময় খেয়াল রাখবেন যেন চোখ বা মুখের ভেতরে না যায়। আর সাময়িক ব্যথার জন্য ভিক্স ব্যবহার করুন। কিন্তু যদি এটা বেশ কিছুদিন চলতে থাকে বা বেশি ব্যথা হয়, তবে অবশ্যই বিশেজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআইএস