সোমবার(২৪ সেপ্টেম্বর) লা মেরিডিয়ান ঢাকা, শেরাটনের ফোর পয়েন্টস ও আশিক ফাউন্ডেশন যৌথভাবে এ ‘চ্যারিটি রান’ এ অংশ নিয়েছে।
‘রান টু গিভ’ মূলত ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ‘টেক কেয়ার’ এর উদ্যোগে এবছর এএসএইচআইসি ফাউন্ডেশনকে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অলাভজনক প্রতিষ্ঠান এএসএইচআইসি ফাউন্ডেশন ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবনের মানোন্নয়নে কাজ করে।
এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের শারীরিক, মানসিক ও আত্মিক উন্নয়নের মাধ্যমে উন্নত জীবনের প্রত্যাশায় উৎসাহিত করে। এছাড়া ম্যারিয়ট ইন্টারন্যাশনাল কর্মীদের মাধ্যমে সব সময়ই সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই ও ইতিবাচক ভূমিকা রাখারও চেষ্টা করে।
ম্যারিয়ট ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক চেইন হোটেল, যার মালিকানাধীন বিশ্বের ১২৭টি দেশে ৩০টিরও বেশি হোটেল ব্র্যান্ড এবং সাড়ে ৬ হাজারের বেশি হোটেল রয়েছে।
বাংলাদেশ সময় : ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআইএস