ময়েশ্চারাইজার
নারকেল প্রাকৃতিক ময়েশ্চার হিসেবে কাজ করে। এটি সারাদিন ত্বকে আর্দ্রতা ও পুষ্টি ধরে রাখে।
প্রাকৃতিক টোনার
নারকেল তেল শুধু ত্বককে মসৃণ করে তা নয়, এটি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। এর ফ্যাট লোমকূপ বন্ধ করে। ময়লা ও ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখে।
ব্রণের চিকিৎসায়
নারকেলে টোনিং গুণ থাকায়, লোমকূপের ময়লা বের করে ত্বককে ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।
মেকআপ তুলতে
তুলোয় করে জাস্ট নারকেল তেল নিয়ে মুখে লাগান। এবার ভালো করে ম্যাসাজ করে ঘষে ঘষে মেকাপ তুলে ফেলুন। এটি মেকআপ ও ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে। ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসআইএস