ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ-এর  আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, মার্চ ১০, ২০২০
স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ-এর  আয়োজন স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ-এর  আয়োজন

মার্চ, বাঙালির অনন্য স্বাধীনতার আনন্দে মেতে ওঠার মাস। সৃজনশীল বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান,কবিতায় নয় বরং বসনেও হয়।

স্বাধীনতার দিবসকে সামনে রেখে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় হাউস রঙ বাংলাদেশ।  

বিজয় উল্লাস থিম তুলে ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে।

কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে হাউসটি।  

রযেছে পরিবারের সবার জন্যে একই ধরনের স্বাধীনতার পোশাক। এবারের পোশাকেও লাল, পতাকার সবুজ ও টিয়া মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে।  

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজের মাধ্যমে।  মেয়েদের জন্য শাড়ি,থ্রি-পিস, সিঙ্গেল কামিজ,কুর্তি আর ছেলেদের পোশাকের মধ্য পাঞ্জাবি,কাতুয়া, শার্ট ও টি-শার্ট রয়েছে।

পোশাকগুলোর দামও রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।