ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিরাপত্তার জন্য মাস্ক নিজেই তৈরি করুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
নিরাপত্তার জন্য মাস্ক নিজেই তৈরি করুন নিরাপত্তার জন্য মাস্ক 

দেশে করোনাভাইরাসের ভয়াবহতা সেভাবে দেখা না দিলেও, আমরা বেশ আতঙ্কিত হয়ে পেড়েছি। যার প্রভাব পড়তে শুরু করেছে বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যে। এরমধ্যে অন্যতম হচ্ছে মাস্ক। 

অবস্থা এমন হয়েছে যে পাঁচ টাকা মাস্ক ৫০ টাকায়ও মিলছে না।  এই অবস্থায় বাজারে মাস্কের জন্য না ঘুরে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন মাস্ক।

মনে রাখবেন মাস্ক শুধু করোনা ঠেকাতেই ব্যবহার করতে হবে এমন নয়। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতেও ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।   

সুতি কাপড় কিনে ঘরেই খুব সহজে মাস্ক তৈরি করে নিতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন: 

•    চার ইঞ্চি করে দুই টুকরো কাপড় নিন 
•    একটির সঙ্গে আরেকটি সেলাই করুন 
•    সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন 
•    এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত 
•    তৈরি হয়ে গেল আপনার মাস্ক।  

বাড়ির সবার জন্য একবারে বেশি করে তৈরি করে রাখুন, এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।