ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চিংড়ি কিমায় মজার পাকোড়া 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
চিংড়ি কিমায় মজার পাকোড়া 

বিকেলের নাস্তায় নানা ধরনের মজার খাবারের খোঁজ করেন? ঘরেই খুব সহজে তৈরি করুন চিংড়ি কিমায় মজার পাকোড়া।  
 

রেসিপি জেনে নিন 
 

যা যা লাগবে
ছোট চিংড়ি ৫০০ গ্রাম, পাউরুটি স্লাইস ৩-৪টি, লবণ পরিমাণমতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল ২ কাপ কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।

তন্দুরি মসলা গুঁড়া ১ টেবিল চামচ।
 

যেভাবে করবেন
ছোট চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। তারপর মিহি করে পাটায় বেটে নিন। পাউরুটির টুকরোগুলোর চারপাশ কেটে ফেলে ভালো করে হাত দিয়ে গুঁড়া করে চিংড়ি বাটার সঙ্গে মেখে তার মধ্যে সব মসলা, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, লবণ, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।  
পছন্দের আকারে ডুবোতেলে সোনালি করে ভেজে নিন।  
সস ও সালাদ দিয়ে গরম গরম পাকোড়া পরিবেশন করুন চায়ের সঙ্গে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।