ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকা রিজেন্সি-র হ্যালোইন আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
ঢাকা রিজেন্সি-র হ্যালোইন আয়োজন 

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রির্সোট ভুতপ্রেমিদের  জন্য  ৩১ অক্টোবর ২০২০-এ  আবারো আয়োজন করতে যাচ্ছে  হ্যালোইন কার্নিভালে।  

শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো ঢাকা রিজেন্সি-র রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট "গ্রিল অন দ্যা স্কাইলাইন", যেখানে ভয়ঙ্কর সব সাজ- সজ্জায় অপেক্ষা  করছে বিভীষিকাময় এক অনুভূতি আর ভূতেরা, সঙ্গে  রাতের খাবারের আয়োজন তো থাকছেই।

 

তার সঙ্গে আরও থাকছে  ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার  সুযোগ, কুইজ কন্টেস্ট, ডার্ট থ্রইং-এর মতো এক্সাইটিং সব গেম!  পুরো আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৫:৩০ টা থেকে এবং চলবে রাত ১০:৩০ টা পর্যন্ত।  

এই আয়োজনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৯৯৯ টাকা, সঙ্গে থাকছে ঢাকা রিজেন্সি-র স্পেশাল   বার-বি-কিউ বুফে ডিনার এবং ঢাকা রিজেন্সি-র ফান গ্রুপের অতিথিদের জন্য থাকছে একটি বুফে কিনলে একটি বুফে ফ্রি।  

বিস্তারিত জানতে অথবা বুকিং এর জন্য যোগাযোগ করুন +৮৮০১৭১৩৩৩২৬৬১।

বাংলাদেশ সময় ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।