বেশিরভাগ সময়ই পরকীয়ার অভিযোগ পুরুষদের ওপর পড়ে। তবে সম্প্রতি একটি জরিপ বলছে, নারীরাই পরকীয়ার প্রতি বেশি আগ্রহী।
‘গ্লিডেন’ নামক একটি বিবাহ-বহির্ভূত ডেটিং অ্যাপ সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে। এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য। এর বর্তমান গ্রাহক সংখ্যা ১৩ লাখ।
৩০ থেকে ৬০ বছর বয়সী শহুরে, শিক্ষিতা, আধুনিকা, কর্মজীবী নারীদের ওপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গেছে, প্রায় ৪৮ শতাংশ নারী কোনো না কোনোভাবে পরকীয়া করছেন এবং এরা প্রত্যেকেই সন্তানের মা।
আরও দু’-একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় ৭২ শতাংশ নারী যৌন অতৃপ্তি থেকে পরকীয়ায় জড়িয়েছেন।
গ্লিডেনের ২০২০ সালে ২৫ থেকে ৫০ বছর বয়সী প্রায় ১৫২৫ জন বিবাহিতা নারীর মধ্যে এই জরিপ চালায়। এতে প্রায় ৪৮ শতাংশ নারী একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
নিউজ ডেস্ক