ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

আমতলীতে ৭৫০ পরিবারের মধ্যে সবজি-বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
আমতলীতে ৭৫০ পরিবারের মধ্যে সবজি-বীজ বিতরণ

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় অতি-দরিদ্র পরিবারের নারী ও শিশুদের পুষ্ঠি চাহিদা পুরণের জন্য ৭৫০ পরিবারের মধ্যে ৭ হাজার ৫০০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পানি উন্নয় বোর্ড অফিস মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস এ সবজি বীজ বিতরণ করেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এরিয়া অফিসের ম্যানেজার শুরভী ভিশ্বাসের সভাপতিত্বে বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাঊর করিম।

সভায় বক্তব্য রাখেন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন এর স্পন্সরশীপ অফিসার গোরি বারিকদার, প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার, টুম্পা মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়:১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।