ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মাদারীপুরে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

মাদারীপুর: মাদারীপুর জেলায় হঠাৎ করেই শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই জেলা-উপজেলার হাসপাতালে শিশুদের নিয়ে ভিড় করছেন পিতা-মাতা।

ওয়ার্ডে জায়গা না পেয়ে শয্যা ভাগাভাগি করছে অনেকে।

অভিভাবকেরা জানান, 'সর্দি-কফ, শ্বাস কষ্টেও ভুগছে অনেক শিশু। কাশি এবং জ্বরও রয়েছে। সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসছি। তবে হাসপাতালে  ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন নতুন রতুন রোগী আসছে হাসপাতালে। সীট পাওয়া দুষ্কর হয়ে পরেছে। এক বিছানায় দুই জন করেও থাকতে হচ্ছে। '

হাসপাতাল সূত্রে জানা গেছে, 'আবহাওয়া পরিবর্তন হওয়ায় গত ১৫ দিন ধরে  ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। মাদারীপুর সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ১৫টি। গত ১ সপ্তাহে  ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১১০ জন রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু। বর্তমানে ঠাণ্ডার সমস্যায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ৪৫ জন রোগী। এদিকে হাসপাতালে শিশু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় অনেক শিশু ও তাদের স্বজনেরা ভোগান্তিতে পড়ছেন। এ জন্য একটি শয্যায় দুটি করে শিশু রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশু ওয়ার্ডে কর্মরত স্টাফ নার্স রওশন আরা জানান, 'হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার বিপরীতে ৩ গুন রোগী চিকিৎসা নিচ্ছে। আসন সংখ্যা কম থাকায় আমাদেরও চিকিৎসা দিতে সমস্যা হয়। গত ২ সপ্তাহ ধরে ঠাণ্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। আমরা যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। '

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, 'আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ভাইরাস জনিত কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে ঠাণ্ডাজনিত রোগ বেশি দেখা দিয়েছে। শীতে শিশুরা ঠানণ্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। আমরা সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি। '

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।