ঢাকা: বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। রাজধানীতে গণপরিবহন নেই বললেই চলে।
রাজধানীর মগবাজার, বাংলামটর, মৌচাক, রাজারবাগ এলাকা ঘুরে দেখা গেছে, বাস চলাচল প্রায় বন্ধ। তবে নগরীতে হাতে গোনা কিছু রিকশা ও সিনএজি চলাচল করতে দেখা গেছে। আর প্রতিটি সড়কেই ব্যাপকভাবে পুলিশের টহল রয়েছে।
রাজধানীর প্রধান সড়কের বেশিরভাগ দোকান বন্ধ। তবে নগরীর অলিগলির দোকানপাট খোলা রয়েছে।
এদিকে মগবাজার রেল ক্রসিং এলাকা ঘুরে দেখা যায়, কমলাপুর থেকে ছাড়া বেশ কয়েকটি ট্রেনে যাত্রীর উপস্থিতি নেই। বেশিরভাগ ট্রেনই ছিল ফাঁকা।
সকাল থেকেই নগরীর অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিজয়ের মাস উপলক্ষে মগবাজার মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাতে দেখা গেছে।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর সকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ হচ্ছে। তবে এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নেতাদের গ্রেফতারের ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
টিআর/এফআর