ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈষম্য বিরোধী বিল পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
বৈষম্য বিরোধী বিল পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন

বরিশাল: বৈষম‌্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ দ‌লিত ও ব‌ঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানবন্ধনে সভাপতিত্ব করেন মু‌ক্তিযোদ্ধা ল‌লিত দাস।  

এতে সভাপতি ছাড়াও বক্তব‌্য রাখেন বাংলাদেশ দ‌লিত ও ব‌ঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নির্বাহী প‌রিচালক উত্তম ভক্ত, মাইনো‌রি‌টি রাইটস ফোরা‌ম ব‌রিশালের সাধারণ সম্পাদক রন‌জিৎ দত্ত, ব‌রিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য প‌রিষ‌দ ও হ‌রিজন ঐক‌্য প‌রিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, র‌বিদাস সমাজ কল‌্যাণ সং‌ঘের সাধারণ সম্পাদক বসন্ত র‌বিদাস প্রমুখ।

বক্তারা বাংলাদেশে বসবাসরত ৬৫ লাখ দ‌লিত সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ‌্যমান বৈষম‌্য লাঘব ও প্রতিকারের জন‌্য সংসদে উত্থা‌পিত বৈষম‌্য বিরোধী বিল পাসের জন‌্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।