ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে নতুন বই হাতে আনন্দে মেতেছে শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
রংপুরে নতুন বই হাতে আনন্দে মেতেছে শিশুরা

রংপুর: নতুন বছরের শুরুতে রংপুরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে শিশুরা স্কুলে আসে বই নিতে।

নতুন বই হাতে আনন্দে মাতে এই শিক্ষার্থীরা।

রোববার (১ জানুয়ারি) সকালে রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল সূত্রে জানা গেছে, এ বছর রংপুর জেলায় নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকে পাঁচ লাখ ৪৬ হাজার ৮৫০ শিক্ষার্থীকে দুই কোটি ৩০ লাখ ৭ হাজার ৪০০ পাঠ্যবই এবং মাধ্যমিকে চার লাখ ছয় হাজার ৫১৬ শিক্ষার্থীকে ৫১ লাখ ৭০ হাজার ৯৮৮টি পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।