ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় গোলাম মোস্তফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ওই এলাকার বাসিন্দা। তিনি হোসেনাবাদ বাজারের জেআর পরিবহনের কাউন্টার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন- মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদল হোসেন, আফফান জোয়াদ্দার এবং মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকার সাবেক ইউপি সদস্য বাহারুল ইসলাম।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হোসেনাবাদ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি চার পথচারীকে ধাক্কা দেয়। এতে আহত চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোস্তফার মৃত্যু হয়। অন্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।