ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জানুয়ারি ১০, ২০২৩
নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের চিত্রাঙ্কন

নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে দু’শতাধিক শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়।

 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশসহ সাতটি দেশের শিল্পীদের অংশগ্রহনে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার।

২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হবে।

মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলনাসহ দেড় শতাধিক দোকানি তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তের মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠছে মেলার প্রঙ্গণ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।