ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দা রুহি গজনবীর মৃত্যুতে শোক প্রকাশ টিআইবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
সৈয়দা রুহি গজনবীর মৃত্যুতে শোক প্রকাশ টিআইবির

ঢাকা: টিআইবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশে কারুশিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ সৈয়দা রুহি গজনবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (১৫ জানুয়ারি) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, সৈয়দা রুহি গজনবীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশে সুশাসন নিশ্চিতে অনুঘটকের ভূমিকা পালনের লক্ষে টিআইবি প্রতিষ্ঠার পেছনে তার সক্রিয় উদ্যোগ এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ও সাহসী অংশগ্রহণ, সুচিন্তিত ও বিজ্ঞ দিক-নির্দেশনা আমরা কৃতজ্ঞতার সঙ্গে ও শ্রদ্ধাভরে স্মরণ করছি। একজন কর্মনিষ্ঠ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

ড. জামান আরও বলেন, সৈয়দা রুহি গজনবী টিআইবির প্রতিষ্ঠার সময় থেকে অক্টোবর ২০২০ এ স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করা পর্যন্ত ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে বাংলাদেশে সুশাসন ও দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষে সক্রিয় অবদান রেখেছেন। বিশেষত, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবির কার্যক্রমে তার সুচিন্তিত মতামত ও নীতি পরামর্শ, নির্দেশনা এবং সহায়তা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। এই অবদানের জন্য টিআইবি তার প্রতি ঋণী। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক); ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস); অ্যাকটিভ সিটিজেন’স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।