ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

উগান্ডা সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, অক্টোবর ১২, ২০২৫
উগান্ডা সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের ১৯তম মধ্যবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে রোববার (১২ অক্টোবর)  কাম্পালার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপদেষ্টা রোববার সন্ধ্যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উগান্ডার উদ্দেশে রওনা হয়েছেন। পথিমধ্যে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থানকালে তিনি সোমবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তিনি অন্যান্য সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে ন্যাম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাম্পালায় যাবেন।

‘বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পারিক সহযোগিতা আরও জোরদারকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ বৈঠকে ২০২৪ সালে অনুষ্ঠিত ন্যাম শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৈঠকে পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে ন্যামের প্রাসঙ্গিকতা, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন ইস্যুটিও বৈঠকে গুরুত্ব পাবে। বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবসমূহে ন্যামের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) বর্তমানে ১২০টি সদস্যদেশ রয়েছে। এটি সামরিক বা রাজনৈতিক জোটের বাইরে বিশ্বের সবচেয়ে বড় গোষ্ঠী হিসেবে বিবেচিত। প্রেসিডেন্ট ইওয়েরি কাগুতা মুসেভেনির নেতৃত্বে উগান্ডা ২০২৪ সালে ন্যামের চেয়ারম্যানশিপ গ্রহণ করে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার নতুন ধাপ সূচিত করে।

মধ্যবর্তী এ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ন্যামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ দলিল গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে, যা আগামী সম্মেলন পর্যন্ত সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেবে।


টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।