ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শুষ্ক মৌসুমে সচেতনতা বাড়াতে খিলগাঁওয়ে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, অক্টোবর ১২, ২০২৫
শুষ্ক মৌসুমে সচেতনতা বাড়াতে খিলগাঁওয়ে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অন্যতম কাজ হলো অগ্নিকাণ্ড যাতে না ঘটে, সেই বিষয়ে জনসাধারণকে সচেতন করা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের জান, মাল রক্ষা ও উদ্ধারে জীবন বাজি রেখে কাজ করা। তেমনি জনসাধারণকে সচেতন করা জন্য খিলগাঁও ফায়ার স্টেশনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জোন-৫ এর আওতায় একটি রাত্রিকালীন অগ্নি নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেয় স্থানীয় ও সাধারণ মানুষ।

রোববার (১২ অক্টোম্বর) সন্ধ্যা সাতটার দিকে খিলগাঁও ঝিলপার ফায়ার সার্ভিসের মাঠে অগ্নি সচেতন নিয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। এখানে সরাসরি ভয় দূর করে সিলিন্ডারে আগুন লাগিয়ে কিভাবে তাৎক্ষণিক নির্বাপন করা হয়, পাশাপাশি আগুন লাগা থেকে সতর্ক পরামর্শ দেওয়া হয়।  এ ছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটা নির্বাপণের চেষ্টা বিষয়গুলো অবগত করা হয়।  

এক্সটিংগুইসারের ব্যবহার ও এলপিজি সিলিন্ডারের অগ্নিনির্বাপণ শিক্ষানীয় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকার (দক্ষিণের)  জোনকমান্ডার ফয়সালুর রহমান ও সিনিয়র স্টেশন অফিসার —আরিফ উল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ।

ফায়ার কর্মকর্তা ফয়সালুর রহমান বলেন, শুকনো মৌসুমকে অগ্নিঝুঁকি মনে করেন ফায়ার সার্ভিস। এসব কারণেই প্র্যাকটিক্যাল অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ধরুন গ্যাস সিলিন্ডার এখন শুধু হোটেল রেস্তোরাঁয় নয় বাসা বাড়িতেও অহরহর। সিলিন্ডারে আগুন ধরে গেলে ভয় পাওয়ার কোন কারণ নেই এবং সেটা কিভাবে নির্বাচন করতে হয় সেগুলো আজকে দেখানো হয়। পাশাপাশি আগুন নিয়ে সতর্কবার্তা পরামর্শ দেওয়া হয় ও অগ্নিকাণ্ডের কোন ঘটনা ঘটলেই দেরি না করেই যেন ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দেওয়ার অনুরোধ জানানো হয়।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।