ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ফরিদপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠান তিনটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৩০ হাজার, হাসপাতাল সড়কের আল আমিন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ২০ হাজার এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এ ২৬৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।  

অপরিস্কার ও নোংরা পরিবেশ, রেজিষ্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।  

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কেএম মাহমুদ রহমান এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, তিনটি প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ১৮৬০-এ ২৬৯ ধারায় বিভিন্ন অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। উপজেলায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।