নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে বেকারি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চৌমুহনী বাজারের ফেনী রোড পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাপড়ের রঙ বেকারি পণ্যে ব্যবহার করার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জরিমানার পাশাপাশি ওই বেকারি মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এসআই