বরিশাল: বরিশালের বাবুগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) সদ্য নির্মিত সড়ক নষ্ট করে ব্যক্তিগত কাজে নিজ বাড়িতে ভেকু প্রবেশ করানোর দায়ে বাড়ির মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা এ জরিমানা করেন।
বাড়ির মালিক বাবুগঞ্জ উপজেলা সদরের বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ খান সড়কের বাসিন্দা মৃত আ. আজিজ হাওলাদারের ছেলে আব্দুল হালিম (৫১)।
বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. আকতারুজ্জামান মিলন বলেন, আব্দুল হালিম বাড়িতে মাটি কাটার জন্য ভেকু নিয়ে আসে। বাড়ির মূল ফটকের চেয়ে ভেকুর উচ্চতা বেশি ছিল। তাই এলজিইডির সদ্য নির্মিত কাপেটিং রাস্তার পাশে তিন ফুটের মতো গর্ত করে ভেকু প্রবেশ করে।
এতে সদ্য নির্মিত রাস্তার শোল্ডার ক্ষতিগ্রস্থ হয়। ভবিষ্যতে রাস্তার পাশ দিয়ে ভারি যানবাহন যাওয়া আসা করলে আরও ক্ষতিগ্রস্থ হবে।
চেয়ারম্যান মিলন বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এসে বাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও দুইদিনের মধ্যে রাস্তা মেরামত করাসহ গর্ত ভরাট করারও নির্দেশ দেওয়া হয়েছে।
হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা বলেন, সরকারি সম্পত্তি বিনষ্ট ও অবৈধ ভাবে মাটি কেটে রাস্তার ক্ষতি করায় মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমএস/এসএম