ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালোবাসা দিবসে দিনের শুরুতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'।

সাদা পাঞ্জাবীর ওপর মুজিব কোর্ট এবং তার সঙ্গে মেরুন রঙের মাফলার- এমন কয়েকটি ছবিতে স্মিথ হাস্যোজ্জল ওবায়দুল কাদেরের ছবিগুলো সকাল ৯টার দিকে পোস্ট করা হয়। সকাল ১১টা নাগাদ ৮০ হাজার লাইক, ১৩ হাজার কমেন্টস এবং ১০ হাজারের বেশি শেয়ার ছাড়িয়ে গেছে সেই পোস্ট।

ফেসবুকে মাঝে মধ্যেই ছবিসহ পোস্ট দেন ওবায়দুল কাদের। দিবস কেন্দ্রিক পোস্টগুলোতে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করেন এ আওয়ামী লীগ নেতা। দলের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের সে সব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভালোবাসা দিবসে দুই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওবায়দুল কাদের। তার দপ্তরের জানায়, সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দ্বিতীয় কর্মসূচিটি হলো, কবিরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান।

সকাল সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ও বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩/আপডেট: ১১৪৩ ঘণ্টা
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।