গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান।
আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয়, ডা. দিবাকর বিশ্বাস, ইপিআই সুপারভাইজার দীপক রঞ্জন সরকার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।
আলোচনা সভা থেকে জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭০৯ টি কেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ১৮৭ টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১৮ জনকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৯ হাজার ৬৯ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ টা থেকে ৪টা এ পর্যন্ত কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসএম