ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে প্রায় দুই লাখ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে প্রায় দুই লাখ শিশু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান।

আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয়, ডা. দিবাকর বিশ্বাস, ইপিআই সুপারভাইজার দীপক রঞ্জন সরকার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

আলোচনা সভা থেকে জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭০৯ টি কেন্দ্রে ১ লাখ  ৯৪ হাজার ১৮৭ টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১৮ জনকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৯ হাজার ৬৯ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ টা থেকে ৪টা এ পর্যন্ত কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।