ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরের রুদ্রকরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
শরীয়তপুরের রুদ্রকরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে।

রোববার (১৯ ফ্রেরুয়ারি) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রওশন আরা বেগমের হাতে এসব তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রুদ্রকর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী প্রমুখ।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের অসহায় রওশনারা বেগমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে খাবার সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ও ঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।