ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছুটিতে বাড়িতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কনস্টেবলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ছুটিতে বাড়িতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কনস্টেবলের

সাতক্ষীরা: ছুটিতে বাড়ি এসে বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নাস্তা করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন৷

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার লিয়াকত আলীর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান রাঙামাটি জেলার তগোলছুড়ি থানায় কর্মরত ছিলেন৷ তিনি কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে৷ তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে৷

এ ঘটনায় আহত হয়েছেন ইমরানের বন্ধু নয়ন হোসেন।

তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা মোনায়াম হোসেন বলেন, দুদিন আগে ১০ দিনের ছুটিতে বাড়িতে আসে ইমরান৷ সকালে বন্ধু নয়নকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিংহনাল বাজারে যাচ্ছিল সে৷ পথে ইটভাটার মাটি বহনকারী ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। এসময় আহত হয় নয়ন।

স্থানীয়রা বলেন, ইটভাটার মাটি বহনকারী ট্রাকের জন্য পথচারীসহ রাস্তায় চলাচলকারীদের আতঙ্কে দিন কাটাতে হয়৷

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ 

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।