ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেনীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ফেনী: ফেনীতে বিনামূল্যে সুন্নতে খৎনা, ব্যবস্থাপত্র সহ ওষুধ পেলো পাঁচ শতাধিক রোগী। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরের রশিদ-আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন ও ফ্রী চিকিৎসা কেন্দ্রের বর্ষপূর্তি উপলক্ষে এ সময় একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কাশিমপুর ফ্রি চিকিৎসা কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন।  

বিশেষ অতিথি বক্তব্য দেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কায়সার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ। স্বাগত বক্তব্য দেন ফ্রী চিকিৎসা কেন্দ্র ও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা. খুরশীদ আলম।

দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য শাহ আলম বাবুল, সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক পরিষদের সভাপতি জি.এম তাজউদ্দিন পলাশ, বন্ধুর বন্ধন ফেনীর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ, দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, শফিউল  আলম, মো. রফিকুল ইসলাম  ও আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

ফ্রি মেডিকেল ক্যাম্পে বাত ব্যাথা, গাইনী, মেডিসিন, শিশুসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ  শতাধিক গরীব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জরুরি ওষুধ প্রদান করেন। এছাড়াও ২৫ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনার পর ওষুধ দেওয়া হয়। এর আগে অতিথিরা ফাউন্ডেশনের অর্থায়ণে নির্মিত মসজিদের উদ্বোধন করেন।  

উল্লেখ, ডা. খুরশীদ আলম তাঁর নিজ এলাকা দক্ষিণ কাশিমপুরে “রশিদ-আনোয়ারা মেমোরিয়াল" ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রতি মঙ্গলবার বিনামূল্যে গরীব, অসহায় রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।