ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বছরের প্রাচীন কালভৈরব মন্দিরে মহোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বছরের প্রাচীন কালভৈরব মন্দিরে মহোৎসব

ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরের মেড্ডাস্থ ৩০০ বছরের প্রাচীন শ্রী শ্রী কালভৈরব মন্দিরে পাঁচ দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য।

এ সময় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিত পণ্ডিতগণসহ স্থানীয় ভক্তরা উপস্থিত ছিলেন।

পরে জীব জগতের কল্যাণ কামনায় সপ্তশতী চন্ডীযজ্ঞ শুরু হয়। চন্ডীযজ্ঞ অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তরা যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল, দূর্বা, বেলপাতাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে কালভৈরব মন্দিরে এসে জড়ো হন। এ সময় ভক্তরা নিজের পাশাপাশি জীব জগতের কল্যাণে প্রার্থনা করেন।  

যজ্ঞ অনুষ্ঠানের আগত প্রধান পুরোহিত মধুসূদন চক্রবর্তী এবং মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য জানান, ৩০০ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ী এলাকার দূর্গাচরন আচার্য স্বপ্নাদিষ্ট হয়ে শহরের মেড্ডা এলাকায় তিতাস নদীর তীরে শ্রী শ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে জীব জগতের কল্যাণ কামনায় প্রতিবছর এ যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে।

পাঁচ দিনব্যাপী বার্ষিক এ উৎসবে প্রতিদিন শ্রীমৎভগবৎ গীতাপাঠসহ ভক্তিম‚ লক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছে লোকজ মেলা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।