ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৃতদেহে বিস্ফোরণের ভয়াবহতা দেখেছি: ঢামেক পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মৃতদেহে বিস্ফোরণের ভয়াবহতা দেখেছি: ঢামেক পরিচালক

ঢাকা: গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের তিনজনের চেহারায় বিস্ফোরণের ভয়াবহতা দেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢামেকের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আসা তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের এখানে ১০০ জন আহত রয়েছে, চিকিৎসা দিচ্ছি। ১০০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তিনজনের চেহারায় আমরা বিস্ফোরণের ভয়াবহতা দেখেছি।

সিদ্দিক বাজারের ঘটনায় মোট কতজন এখন পর্যন্ত হতাহত হয়েছেন হিসেব করতে আমাদের সময় লাগবে। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে, কাজে লাগাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের কাছে মৃত অবস্থায় তিনজন এসেছে, একজন আইসিইউতে নেওয়ার সময় মারা গেছেন। দুজন চিকিৎসারত অবস্থায় আমাদের এখানে মারা গেছেন যারা প্রথমদিকে এসেছেন, অনেকেরই শরীরের বেশির ভাগ অংশ জখম হয়েছে। তাদের মাথা, শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বোঝা যাচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা।

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে উন্নীত হয়েছে। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।