ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বেষ্টনী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (০৮ মার্চ) সকাল থেকেই ওই এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

রয়েছে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তবে, পাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা।

তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী আসলে আবার কাজ শুরু হবে। ’

তবে, আজ সকাল থেকে উদ্ধারকাজ শুরু করার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু কর‍তে পারেনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এমকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।