ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ বর্ণ বাদ দেওয়ার স্ক্রিনশটটি গুজব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
৭ বর্ণ বাদ দেওয়ার স্ক্রিনশটটি গুজব

ঢাকা: আগামী বছর বাংলা বর্ণমালা থেকে ৭টি বর্ণ বাদ দেওয়া হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে সেলিনা হোসেনের বরাত দিয়ে দাবি করা হয় যে, আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।