ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ গ্রেফতার ২

হবিগঞ্জ: হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ জামাল আহমেদ (৪৮) ও আলী আহম্মেদ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সিলেট জেলার বাসিন্দা কচি মিয়ার ছেলে জামাল আহমেদ ও কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ।

এসপি জানান, রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চারটি কার্টুনে থাকা বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশি মদসহ জামাল ও আহম্মেদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযান টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছেন। জব্দ করা ১৫০ বোতল মদের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গ্রেফতারদের কাছে থেকে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।