ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলারে বজ্রপাত, শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
মেঘনায় ট্রলারে বজ্রপাত, শ্রমিকের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মুন্সিগঞ্জ থেকে তরমুজ বোঝাই একটি ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন নুরুল। ট্রলারটি চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় এলে ডাকাতিয়া (শাখা নদীতে) নদীতে প্রবেশের আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রলারে বজ্রপাতে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক সবুজ বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রলারে বজ্রপাতে নুরুল গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সময় পথেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।