ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
মাদারীপুরে গাছের সঙ্গে ধাক্কা প্রাইভেটকারের, নিহত ১ প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় শাহাদাত হোসেন(৫২) নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে মাদারীপুর থেকে শিবচর আসছিল প্রাইভেটকারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির মধ্য থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

নিহত মমিনুর রহমান একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। ট্রাভেল এজেন্সির কাজেই সকালে মাদারীপুর যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।