ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে মিলল পুলিশের সোর্সের রক্তাক্ত লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
কোম্পানীগঞ্জে মিলল পুলিশের সোর্সের রক্তাক্ত লাশ নুর উদ্দিন

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে নুর উদ্দীন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুর উদ্দীন ওই ইউনিয়নের উত্তর ঢালারপাড় গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নুর উদ্দিনকে গত রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ নদীতে ফেলা দেয় বলে ধারণা করছে পুলিশ।

নুর উদ্দিনের বাবা তাহের মিয়া বলেন, গত রাতে সাহরির সময় কে বা কারা আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে। রাতে সাহরি খেতে বাড়ি না ফেরায় তার ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে গভীর রাত ১টার দিকে নুর উদ্দিনকে স্থানীয়রা ঢালারপাড় চকবাজারে দেখেছেন বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

ধারণা করা হচ্ছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মরদেহ নদীতে ফেলে দেয়। মরদেহ উদ্ধারের পর তার পিঠে ১৫টি ও হাতে একটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল আমিন বলেন, ধলাই নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা হয়।  

নুর উদ্দিন পুলিশ সোর্স কিনা, জানতে চাইলে তিনি বলেন, এলাকায় পুলিশের বিভিন্ন কাজে তিনি ইচ্ছাকৃতভাবে মাঝেমধ্যে সহযোগিতা করতেন। পুলিশকে সহযোগিতার কারণে হত্যাকাণ্ড কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নুর উদ্দিনের সঙ্গে কারো পূর্ব শত্রুতার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত খোঁজে বের করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।