ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
গোপালগঞ্জে হেরোইনসহ যুবক আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৪৮ গ্রাম হেরোইনসহ নুরুল হক রাহাত (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে জেলা শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাহাত ওই এলাকা নুরুল আজমের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেদগ্রাম এলাকা থেকে রাহাতকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।