ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে রেলওয়ের নতুন ভবন উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ২, ২০২৩
ঈশ্বরদীতে রেলওয়ের নতুন ভবন উদ্বোধন

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলওয়ে পাকশী বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সেতু কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২ মে) দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় এটির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক।

রেলওয়ের এ ভবনটি নির্মাণে ব্যয় করা হয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা।  

পরে নতুন ভবনের ভেতরে দুটি আমের গাছ রোপণ করেন অতিথিরা।  

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা চান্না মণ্ডল, সিরাজ বিশ্বাস, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, সেতু প্রকৌশলী (ব্রীজ) আব্দুর রহিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কায়সার প্রান্ত, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, (ক্যারেজ) আশীষ কুমার মণ্ডল, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিববিল্লাহ, ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম, বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলী, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (সেতু) হাসান আলী।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২ মে, ২০২৩ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।