ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ১২, ২০২৩
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (১২ মে) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে সড়কের ওপর নাম-পরিচয়হীন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, সকালে একটি আলমসাধুর ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে নিহত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।