ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (১১ মে) রাত ১১টায় যাত্রাবাড়ী থানার ঢাকা-ডেমরা রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন সোহেল রানা, মেহেদী হাসান ওরফে বাঁধন ও শামীম গাজী।  

শুক্রবার (১২ মে) গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার ও সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানার ঢাকা-ডেমরা রোড সংলগ্ন কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। গাড়ি তল্লাশির সময় একটি পিকআপ পুলিশের চেকপোস্ট দেখে দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিকআপটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবি এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।