ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা হেনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা হেনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বীর মুক্তিযোদ্ধা ও শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম হেনা আর নেই।

সোমবার (২২ মে) বেলা ১১টার সময় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

এ সময় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হানসহ মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন। তাঁকে স্থানীয় হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে রোববার (২১ মে) তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। তিনি অবসরপ্রাপ্ত ট্রেন টিকিট এক্সজিমিনার (টিটিই) ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।