ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর মিললো ছাত্রের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর মিললো ছাত্রের লাশ রাজিব

নড়াইল: জেলার লোহাগড়ায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর স্কুলছাত্র রাজিব ভূঁইয়ার (১৪) লাশ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ মে) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকায় মধুমতীর তীরে তার লাশটি পাওয়া যায়।

রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন এবং ৬ নং জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।

বুধবার (২৪ মে) বেলা ৩টার দিকে জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে মধুমতি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজিব।

জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বাংলানিউজকে বলেন, ভোর ৫ টার দিকে রাজিবের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা আমাকে মুঠোফোনে বিষয়টি জানায়। আমি তার স্বজনদের খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

রাজিব নিখোঁজের পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দু’দিন উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।